
খাইবার পাখতুনখোয়ার উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণ গেল এক পাকিস্তানি সেনাসহ সাত সন্ত্রাসীর। সোমবার (১৫ ডিসেম্বর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসীদের অবস্থানের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ডিআই খান জেলার কুলাচি এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানের সময় সন্ত্রাসীদের আস্তানায় কার্যকর হামলা চালানো হলে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়।
এই সংঘর্ষে ইয়াসির খান নামের এক নায়েক নিহত হন। অভিযানে নিহত সাত সন্ত্রাসীর কাছ থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
আইএসপিআর আরও জানায়, বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো পূর্ণগতিতে অভিযান অব্যাহত রাখবে।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তানে—বিশেষ করে সীমান্তঘেঁষা খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে—সন্ত্রাসী হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
পাকিস্তান বারবার আফগান তালেবানদের অনুরোধ জানিয়ে আসছে, যেন তাদের ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার না হয়। যদিও আফগানিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করে। বিষয়টি সাম্প্রতিক সময়ে পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কের অন্যতম উত্তেজনার কেন্দ্রে রয়েছে।
এ প্রেক্ষাপটে কাবুল বিশ্ববিদ্যালয়ে আফগানিস্তানের বিশিষ্ট পণ্ডিতদের এক সাম্প্রতিক বৈঠকে জোর দিয়ে বলা হয়, দেশের মাটি যেন অন্য কোনো রাষ্ট্রের জন্য হুমকি বা ক্ষতির কাজে ব্যবহৃত না হয়। ইসলামাবাদ এ অবস্থানকে ‘ইতিবাচক অগ্রগতি’ হিসেবে স্বাগত জানিয়েছে।