
অস্ট্রেলিয়ার বোন্ডি বিচে গতকাল ঘটে যাওয়া প্রাণঘাতী বন্দুক হামলার সময় অসাধারণ সাহসিকতার পরিচয় দেখিয়েছেন আহমেদ আল-আহমেদ। ইহুদি সম্প্রদায়ের মানুষদের রক্ষা করতে গিয়ে হামলাকারীর অস্ত্র ছিনিয়ে নেওয়া এই ৪৩ বছর বয়সী সিরিয়ান-অস্ট্রেলিয়ান এখন দেশজুড়ে হিরো হিসেবে পরিচিতি পেয়েছেন।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আহমেদ বর্তমানে সিডনিতে একটি ফলের দোকান পরিচালনা করেন। যদিও তিনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন, তাঁর জন্ম সিরিয়ার ইদলিবে আল-নায়রব এলাকায়। ২০০৬ সালে তিনি সিরিয়া ছেড়ে অস্ট্রেলিয়ায় আসেন এবং তারপর থেকে নিজ দেশে আর ফিরে যাননি।
আহমেদ-এর বাবা-মা মাত্র কয়েক মাস আগে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। এর আগে ১৯ বছরের মধ্যে এটি ছিল তার প্রথম সুযোগ বাবা-মাকে সরাসরি দেখার। তার দুই কন্যা আছে, একজনের বয়স তিন এবং অপরজনের ছয় বছর।
বন্দুক হামলার সময় আহমেদের কাঁধে চার থেকে পাঁচটি গুলি লাগলেও তিনি জীবন দিয়ে অন্যদের রক্ষা করেছেন। হামলাকারীর গুলির মধ্যে কিছু এখনো তার শরীরে রয়েছে। মুসলিম ধর্মের মানুষ হলেও তিনি ইহুদি সম্প্রদায়ের মানুষদের রক্ষা করতে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেছেন।
আহমেদের বাবা-মা বলেছেন, “আহমেদ যে কেউকে রক্ষায়, যে কোনো কিছু করত। তাদের পরিচয়, ধর্ম কী, সেগুলো সে দেখত না। ওই সময় যা করার দরকার ছিল, তাই করেছে। যারা পথে মারা যাচ্ছিল, তাদের পরিচয় কি সে ব্যাপারে সে কোনো কিছু চিন্তা করছিল না।”
এই সাহসী পদক্ষেপের ফলে আহমেদ আল-আহমেদ এখন অস্ট্রেলিয়ার জনগণের কাছে এক অপ্রতিরোধ্য নায়ক হিসেবে স্বীকৃতি পাচ্ছেন।
সূত্র: আল জাজিরা