
বছরের শেষ প্রান্তে এসে দেশের সোনার বাজারে ফের ঊর্ধ্বগতি দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য ঠিক করা হয়েছে ২ লাখ ৭ হাজার ২১১ টাকা। পাশাপাশি ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকায়।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গহনার ধরন ও নকশার ওপর ভিত্তি করে মজুরির পরিমাণে পার্থক্য হতে পারে।
সংস্থাটি আরও জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, সোনার দামে পরিবর্তন এলেও রুপার বাজারে কোনো হেরফের হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা নির্ধারণ করা রয়েছে।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ টাকায়।