
ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় সোমবার সকালে আবারও চরম মাত্রায় বায়ুদূষণ দেখা গেছে। শহরজুড়ে ঘন ধোঁয়াশা কেটে দৃষ্টি ক্ষেত্রকে বিপজ্জনকভাবে সীমিত করেছে, যার প্রভাব পড়েছে বিমান ও রেল চলাচলে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন ধোঁয়ার কারণে অন্তত ৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং তিন শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে। এছাড়া ট্রেন চলাচলেও বিঘ্ন দেখা দিয়েছে।
ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB) জানিয়েছে, সোমবার সকাল ৬টায় দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৪৫৬ রেকর্ড করা হয়েছে, যা ‘বিপজ্জনক’ স্তরে রয়েছে। পরিস্থিতির অবনতি বিবেচনা করে আবহাওয়া বিভাগ দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা হিসেবে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।
এর আগে রোববারও দিল্লির আকাশ ঘন ধোঁয়ায় আবৃত ছিল এবং শহরের AQI ৪৬১ পর্যন্ত উঠেছিল। যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে দূষণের মাত্রা কিছুটা কমার ইঙ্গিত ছিল, তবু শহরের বড় অংশ এখনও বিষাক্ত ও ঘন ধোঁয়ার কবলে রয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই অবস্থায় জনস্বাস্থ্য ও সাধারণ জীবনযাত্রার ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে।