
রাজধানীর রমনায় অবস্থিত সুপ্রিম কোর্টের ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। সংবাদ পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫৬ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ক্যান্টিনের ভেতরে থাকা একটি ফটোকপি মেশিন থেকেই আগুনের সূত্রপাত হয়। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন বড় ধরনের ক্ষতির আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে অগ্নিকাণ্ডে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।