গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা ২৫৬ জনে দাঁড়ালো
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০১:০৩ এম, ৩০ অক্টোবর ২০২৫
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় আরও একজন ফিলিস্তিনি সাংবাদিকের মৃত্যু হয়েছে। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ২৫৬ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চিকিৎসা সূত্রের বরাতে জানা যায়, মঙ্গলবার গাজার মধ্যাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরে এক বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদক মোহাম্মদ আল-মুনিরাউই নিহত হন।
গাজার মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে ও ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের টার্গেট করছে। এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা গাজায় চলমান গণহত্যা বন্ধে, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং তাদের হত্যার ধারাবাহিকতা বন্ধে আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ কামনা করছি।”
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, চলমান যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গ করে গত ২৭ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ কার্যক্রম শুরু করে ইসরায়েল। এর পর থেকেই অঞ্চলটিতে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়।
মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ করে, যাতে শত শত মানুষ প্রাণ হারান। দুর্ভিক্ষে শিশু ও নারীসহ বহু বেসামরিক মানুষের মৃত্যু হয়।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ছাড়া গাজায় গণহত্যার দায়ে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলার মুখোমুখি।