লিবিয়ায় নৌকা ডুবে ১৮ অভিবাসীর মৃত্যু, কয়েকজন বাংলাদেশি উদ্ধার


লিবিয়ায় নৌকা ডুবে ১৮ অভিবাসীর মৃত্যু, কয়েকজন বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের সোরমান উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ঘটে যাওয়া এ ঘটনায় এখন পর্যন্ত ৬৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ২৯ জন সুদানি পুরুষ, একজন নারী ও একজন শিশু। এছাড়া ১৮ জন বাংলাদেশি, ১২ জন পাকিস্তানি এবং তিনজন সোমালি নাগরিকও উদ্ধারকৃতদের মধ্যে আছেন।

মিডল ইস্ট মনিটর জানায়, লিবিয়ার আল-জাওয়িয়া শহর থেকে যাত্রা শুরু করার কয়েক ঘণ্টার মধ্যেই তীব্র ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

আইওএম জানিয়েছে, উদ্ধার হওয়া অভিবাসীদের চিকিৎসা ও জরুরি সহায়তা প্রদানের জন্য তারা স্থানীয় অংশীদার সংগঠনগুলোর সঙ্গে কাজ করছে।

ভূমধ্যসাগরের এই পথটিকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অভিবাসন রুটগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। আইওএমের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত এই রুটে ১,০৪৬ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে।

উল্লেখ্য, এর আগের সপ্তাহেও তিউনিসিয়ার উপকূলে আরেকটি জাহাজডুবির ঘটনায় সাব-সাহারান আফ্রিকার ৪০ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×