গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেলো ৩৫ শিশুর, মোট নিহত ১০০
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৩:১৭ পিএম, ২৯ অক্টোবর ২০২৫
গত ১২ ঘণ্টায় গাজার বিভিন্ন অংশে ইসরায়েলের হামলার ফলে কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৫ জন শিশু রয়েছে।
এই তথ্য বুধবার (২৯ অক্টোবর) গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবরটি প্রকাশ করেছে আল-জাজিরা।
সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র জানান, তারা অবিলম্বে যুদ্ধবিরতি দাবি করছেন। তিনি আরও জোর দিয়ে বলেন যে, সংস্থাটিকে তাদের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জ্বালানি, সরঞ্জাম এবং মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছানোর অনুমতি দেওয়া এবং নিরাপদ মানবিক করিডোর খোলার প্রয়োজন।
লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক নিরাপত্তা বিভাগের প্রভাষক রব গেইস্ট পিনফোল্ড বলেছেন, গাজার যুদ্ধবিরতি শুরু থেকেই ভঙ্গুর ছিল, কারণ ইসরায়েল ও হামাস উভয়ই মার্কিন প্রেসারেই চুক্তিতে সম্মত হয়েছিল। তিনি বলেন, "যুদ্ধবিরতি ভঙ্গের জন্য একে অপরকে দোষারোপ করা প্রত্যাশিত ছিলো।"
তিনি আরও যোগ করেছেন, "আমরা যা দেখছি, তা হল একটি ধরণের খেলা যেখানে উভয়পক্ষই একে অপরের সীমা পরীক্ষা করছে। একই সময়ে তারা সেই পরিস্থিতি তৈরি করছে যা তাদেরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অজুহাত দেয়।"