পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সুপার টর্পেডো পরীক্ষা করেছে রাশিয়া: পুতিন


পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সুপার টর্পেডো পরীক্ষা করেছে রাশিয়া: পুতিন

রাশিয়া পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো ‘পোসেইডন’-এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (২৯ অক্টোবর) মস্কোর একটি হাসপাতালে যুদ্ধে আহত সৈন্যদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

পুতিন বলেন, “পরীক্ষাটি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এটি একটি দুর্দান্ত সাফল্য। পসেইডনের শক্তি সারমাট আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে ছাড়িয়ে গেছে।”

এর আগে পুতিন গত সপ্তাহে একটি পারমাণবিক উৎক্ষেপণ মহড়া পরিচালনা করেন এবং রোববার ঘোষণা দেন, রাশিয়া পারমাণবিক শক্তিচালিত ‘বুরেভেস্টনিক’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে।

মস্কো জানিয়েছে, পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার ভ্রমণ করেছে এবং প্রায় ১৫ ঘণ্টা আকাশে থাকা অবস্থায় পরীক্ষিত হয়েছে।

১৯৭২ সালের অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে বের হওয়ার পর রাশিয়া ধারাবাহিকভাবে শক্তিশালী মিসাইল পরীক্ষা চালিয়ে আসছে। পুতিন ২০১৮ সালে প্রথমবারের মতো ‘পোসেইডন’ এবং ‘বুরেভেস্টনিক’ অস্ত্রগুলো ঘোষণা করেছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×