রিক-রনসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক


রিক-রনসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

৮৭ লাখ মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগে সিকদার গ্রুপের দুই পরিচালক রন হক সিকদার ও রিক হক সিকদারসহ ২৪ জনের বিরুদ্ধে দুটি মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন।

তিনি জানান, রন হক সিকদার ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে ৬০ লাখ ৯২ হাজার মার্কিন ডলার বিদেশে পাচার করেছেন। অপরদিকে, রিক হক সিকদার একই পদ্ধতিতে ২৬ লাখ ২২ হাজার মার্কিন ডলার বিদেশে পাঠান।

আক্তার হোসেন আরও বলেন, এই দুটি মামলায় রন ও রিক হকের সহযোগী হিসেবে মোট ২৪ জনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×