আগারগাঁও–শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল বন্ধ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১২:৫১ এম, ৩০ অক্টোবর ২০২৫
রাজধানীতে মেট্রোরেলের আগারগাঁও থেকে শাহবাগ অংশে আবারও ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফার্মগেট এলাকায় দুর্ঘটনাস্থলে হালকা কম্পন অনুভূত হওয়ায় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বুধবার (২৯ অক্টোবর) রাত সোয়া নয়টার দিকে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। তবে মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল স্বাভাবিকভাবে চলছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, ফার্মগেটে ট্রেন চলাচলের সময় চালক সামান্য কম্পন অনুভব করেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে নিরাপত্তাজনিত কারণে ওই অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।
ডিএমটিসিএল জানায়, সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়, আর মতিঝিল থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে। ফলে আজ আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলবে না।
এর আগে গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে উড়ালপথের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। দুর্ঘটনায় আবুল কালাম নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুরো রুটে মেট্রোরেল বন্ধ রাখা হয়। পরে বিকেল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত চলাচল পুনরায় শুরু হয়।
তবে দুর্ঘটনার পর থেকে ফার্মগেট অংশে সতর্কতার কারণে ট্রেন ধীরগতিতে চলছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখানে একই ব্যবস্থা বজায় থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।