গাজায় ইসরায়েলি হামলার পর ট্রাম্প বললেন ‘যুদ্ধবিরতি বিপন্ন হয়নি’
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:৩২ পিএম, ২৯ অক্টোবর ২০২৫
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি ভঙ্গ করে মঙ্গলবার সন্ধ্যা থেকে অন্তত ১০০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের মধ্যে ৩৫ জন শিশু রয়েছেন।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৯ অক্টোবর) জানিয়েছেন, এই হামলা ‘যুদ্ধবিরতি বিপন্ন করেনি’।
জাপান থেকে দক্ষিণ কোরিয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, “আমি সর্বশেষ হামলার কথা শুনেছি, তবে এটি ইসরায়েলিদের পাল্টা আক্রমণ। হামলা হলে তাদের পাল্টা প্রতিরোধ করা উচিত।”
যুদ্ধবিরতি বিপন্ন হওয়ার সম্ভাবনা নিয়ে ট্রাম্প বলেন, “কোনো কিছুই এই যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারবে না।” তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় হামাস খুবই ছোট একটি অংশ। তারা যদি শান্ত থাকে, তাহলে সুখে থাকবে; তবে বিশৃঙ্খলা করলে তাদের বহিষ্কার করা হবে।”
নতুন ইসরায়েলি হামলার পর বিশ্লেষকরা মনে করছেন, গাজার বিধ্বস্ত অঞ্চলে আগ্রাসন বন্ধ করতে আরব রাষ্ট্রগুলোকে যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগ করা উচিত।
লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ রব গেইস্ট পিনফোল্ড বলেন, “মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্রগুলো যেমন তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর উচিত ইসরায়েলকে যুদ্ধবিরতি মানতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করা।”
ইসরায়েল নতুন হামলার মাধ্যমে গণহত্যার ধারা চালিয়ে যেতে চায়। ইতিমধ্যেই তারা গাজার ৫০ শতাংশেরও বেশি এলাকা দখল করেছে। বাকি অংশ এখনও অবরুদ্ধ।
প্রসঙ্গত, গত ৯ অক্টোবর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইসরায়েল ও হামাস শান্তি চুক্তিতে পৌঁছেছে। প্রথম পর্যায়ে সমস্ত বন্দি মুক্তি এবং ইসরায়েলি সৈন্যদের কিছু এলাকা থেকে প্রত্যাহার করা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হয় ১০ অক্টোবর সকাল ৯টা থেকে।
গাজার সাম্প্রতিক হামলায় মৃতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে, আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।
এ বছরের শুরুতেই ইসরায়েল ২৭ মে থেকে গাজার সাহায্য বিতরণে হস্তক্ষেপ শুরু করে, যা দুর্ভিক্ষ আরও প্রকট করেছে। খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো ফিলিস্তিনিদের ওপরও গুলি চালানো হয়েছে, ফলে শত শত নিহত ও আহত হয়েছে।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গাজা উপত্যকা এখন ইসরায়েলি আগ্রাসনের কারণে আন্তর্জাতিক বিচার আদালতের গণহত্যা মামলার মুখোমুখি।