যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ফের ইসরায়েলি হামলা, একজন নিহত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৪০ পিএম, ২৬ অক্টোবর ২০২৫
লেবাননের দক্ষিণাঞ্চলের নাকোরা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তের কাছে অবস্থিত শহরের প্রধান সড়কে চলাচলকারী একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর সঙ্গে বিরতি চুক্তি লঙ্ঘন করে এখনো সীমান্তবর্তী পাঁচটি স্থানে ইসরায়েলি সৈন্য মোতায়েন রয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই এই চুক্তি লঙ্ঘন করে চলেছে।