মঙ্গলবার থেকে সারাদেশে বৃষ্টি, তাপমাত্রা সামান্য কমতে পারে
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:৪৭ পিএম, ২৬ অক্টোবর ২০২৫
আগামী ২৪ ঘণ্টায় দেশের কোনো অঞ্চলে বৃষ্টি হবে না, তবে মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে ধীরে ধীরে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মঙ্গলবার থেকে সারাদেশে একাধিক এলাকায় টানা বৃষ্টি হতে পারে।
রোববার (২৬ অক্টোবর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে এবং প্রধানত শুষ্ক থাকবে। এছাড়া সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অংশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের মধ্যে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকার পাশাপাশি বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গাতেও বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এই সময়ের মধ্যে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা ১–৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রামের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে তাপমাত্রা সামান্য কম থাকতে পারে।