‘তারা মহান মানুষ’, শেহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প


‘তারা মহান মানুষ’, শেহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ‘মহান মানুষ’, এবং তিনি আশা করেন শিগগিরই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সংঘাত মিটে যাবে।

রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতার পর সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ট্রাম্প এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “আর মাত্র একটি বাকি আছে। যদিও আমি শুনেছি, পাকিস্তান এবং আফগানিস্তান শুরু করেছে। তবে আমি খুব দ্রুত এটিও সমাধান করব। আমি তাদের দুজনকেই চিনি। পাকিস্তানের ফিল্ড মার্শাল এবং প্রধানমন্ত্রী দুর্দান্ত মানুষ। আমার কোন সন্দেহ নেই যে, আমরা দ্রুত এটি সম্পন্ন করতে যাচ্ছি।”

অপর এক স্থানান্তরিত বক্তব্যে ট্রাম্প যোগ করেন, “আমার এটা (যুদ্ধ থামানোর) দরকার নেই... কিন্তু যদি আমি সময় নিয়ে লাখ লাখ জীবন বাঁচাতে পারি, তাহলে সেটা সত্যিই একটা দুর্দান্ত বিষয়। এর চেয়ে ভালো কিছু করার কথা আমার মনে নেই।”

ট্রাম্প এও বলেন, তার প্রশাসন প্রতি মাসে গড়ে এক যুদ্ধ সমাধান করেছে—মোট আটটি যুদ্ধ মাত্র আট মাসে বন্ধ করা হয়েছে—এমন কৃতিত্ব তিনি বলছেন আগে দেখা যায়নি। “আমি এমন কোনো প্রেসিডেন্টের কথা মনে করতে পারছি না, যিনি কখনো একটি যুদ্ধের সমাধান করেছেন,” তিনি পরিশেষে মন্তব্য করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×