চার দশকের সংঘাত শেষে তুরস্ক থেকে ইরাকে যাচ্ছে পিকেকে যোদ্ধারা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৭:২২ পিএম, ২৬ অক্টোবর ২০২৫
প্রায় চার দশকের সশস্ত্র সংঘাতের পর কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) তুরস্কের ভূখণ্ড থেকে তাদের সব যোদ্ধাকে উত্তর ইরাকে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে।
রোববার (২৬ অক্টোবর) উত্তর ইরাকের কান্দিল অঞ্চল থেকে প্রকাশিত এক বিবৃতিতে পিকেকে জানিয়েছে, তারা তুরস্ক থেকে সমস্ত যোদ্ধাকে নিরাপদভাবে ইরাকে ফিরিয়ে নিয়ে এসেছে। আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে একটি ছবি প্রকাশ করা হয়, যেখানে ২৫ জন যোদ্ধা তুরস্ক থেকে ইরাকে আগমন দেখানো হয়েছে।
এই পদক্ষেপটি মাসব্যাপী চলা পিকেকের নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার পর নেওয়া হলো। প্রায় চার দশকের এই সংঘাতের কারণে প্রায় ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) দলের একজন মুখপাত্র বলেছেন, পিকেকের এই প্রত্যাহার ‘সন্ত্রাসবাদমুক্ত তুর্কি প্রক্রিয়ার’ অংশ।
মে মাসে পিকেকে আনুষ্ঠানিকভাবে তাদের ৪০ বছরের সশস্ত্র সংগ্রাম প্রত্যাখ্যান করেছিল। এখন তারা গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে কুর্দি সংখ্যালঘুদের অধিকার রক্ষার লক্ষ্যে কাজ করতে চাচ্ছে।
পিকেকে তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, গণতান্ত্রিক রাজনীতিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন দ্রুত প্রণয়ন করা হোক।
এর আগে জুলাই মাসে পিকেকে উত্তর ইরাকের পাহাড়ি এলাকায় প্রতীকীভাবে অস্ত্র ধ্বংসের আয়োজন করেছিল। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান এই উদ্যোগকে ‘একটি অপরিবর্তনীয় মোড়’ হিসেবে স্বাগত জানিয়ে বলেছেন, “আজ ইতিহাসে একটি নতুন পাতা খুলেছে, এক শক্তিশালী তুরস্কের দরজাগুলো প্রশস্তভাবে উন্মুক্ত হয়েছে।”