২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘মন্থা’


২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘মন্থা’

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি দ্রুত শক্তি সঞ্চয় করে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড় ‘মন্থা’তে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। সংস্থাটির সর্বশেষ আপডেটে বলা হয়েছে, এই ঘূর্ণিঝড় ২৮ অক্টোবরের মধ্যে প্রবল রূপ ধারণ করবে।

রোববার (২৬ অক্টোবর) প্রকাশিত আপডেট অনুযায়ী, বর্তমানে গভীর নিম্নচাপটি বঙ্গোপসাগরের পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৬১০ কিলোমিটার পশ্চিমে, চেন্নাই থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তম থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে।

আবহাওয়াবিদদের ধারণা, এই ঘূর্ণিঝড় ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। বিশেষ করে মাখিলিপাটনাম ও কাকিনাদা উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যা আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

রোববার সকালে অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর নিম্নচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সাগর বর্তমানে উত্তাল অবস্থায় রয়েছে।

এদিকে, বঙ্গোপসাগরের পাশাপাশি আরব সাগরেও একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আসন্ন দিনগুলোতে আরও শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ভারতীয় সেনাবাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।

উল্লেখ্য, আসন্ন ঘূর্ণিঝড়টির নাম ‘মন্থা’ প্রস্তাব করেছে থাইল্যান্ড। থাই ভাষায় ‘মন্থা’ শব্দের অর্থ ‘সুন্দর ফুল’।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×