চলতি সপ্তাহেই নতুন দলের নিবন্ধন চূড়ান্ত হবে: ইসি সচিব


চলতি সপ্তাহেই নতুন দলের নিবন্ধন চূড়ান্ত হবে: ইসি সচিব

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করার বিষয়ে চলতি সপ্তাহে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সচিব আখতার আহমেদ বলেন, “ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তা প্রকাশ করা হবে।”

এ সময় তিনি জানান, কমনওয়েলথের পাঁচ সদস্যের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার বিষয় জানতে চেয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, কমিশন কতটা সুপারিশ বাস্তবায়ন করেছে, প্রযুক্তির অপব্যবহার রোধে কমিশনের উদ্যোগ এবং অন্যান্য কার্যক্রম সম্পর্কেও তথ্য জানতে চেয়েছেন প্রতিনিধি দল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×