মঠবাড়িয়ায় জামায়াত প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ
- পিরোজপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৩৫ পিএম, ২৬ অক্টোবর ২০২৫
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আমির সহকারী অধ্যাপক আব্দুল জলিল শরীফের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গত ২৫ অক্টোবর রাত ১০টার দিকে মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের মোমেনিয়া দাখিল মাদ্রাসার পাশে অবস্থিত আব্দুল জলিল শরীফের বাড়িতে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে।
ঘটনার পর রাতেই মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এই হামলার প্রতিবাদে রোববার (২৬ অক্টোবর) জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। মিছিলটি মঠবাড়িয়া শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে মঠবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, পৌর আমির মালেক মীর, পৌর সেক্রেটারি আবুল বাশার ও মঠবাড়িয়া সদর ইউনিয়নের সভাপতি তারেক মনোয়ারসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “একজন সংসদ প্রার্থীর বাড়িতে এই ধরনের সন্ত্রাসী হামলা পরিকল্পিত। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।”
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম জানান, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”