দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন: মাসুদ সাঈদী


দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন: মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জিয়ানগর উপজেলা সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তারা প্রায়শই দুর্নীতি, লুটপাট এবং স্বজনপ্রীতির মাধ্যমে দেশের ক্ষতি করেছে। তিনি বলেন, “এই দুর্নীতিই আজ দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা। উন্নতি চাইলে দুর্নীতিকে না বলতে হবে।”

শনিবার (২৫ অক্টোবর) জামায়াতে ইসলামী পিরোজপুর সদর উপজেলা শাখার আয়োজনে ৭নং শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে প্রায় ২৩,৪০০ কোটি ডলার বা ২৮ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা লুট হয়েছে। এর মধ্যে শুধু পিরোজপুর থেকে একজন আওয়ামী লীগের এমপি এক হাজার ৭শ’ কোটি টাকা লুট করেছে।

মাসুদ সাঈদী বলেন, “কিন্তু এখন সময় বদলেছে। ৫ আগস্টের পর বাংলাদেশের জনগণ নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছে—নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে। এই নতুন বাংলাদেশে চাঁদাবাজ, সন্ত্রাসী বা দুর্নীতিবাজের কোনো স্থান থাকবে না। যেই-ই হোক না কেন, দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র, যেখানে নেতৃত্ব আসবে সততা এবং জনগণের আস্থার ভিত্তিতে। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন রাষ্ট্রীয় ক্ষমতা সৎ ও দেশপ্রেমিক মানুষের হাতে থাকবে—যারা দেশকে ভালোবাসে এবং জনগণের অধিকারকে সম্মান করবে।”

সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রব এবং জেলা সেক্রেটারি জহিরুল হক। এছাড়া বক্তব্য রাখেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ছাত্রশিবির জেলা সভাপতি ইমরান হোসেন, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি মো. আরিফ বিল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল-আমিন ফকির এবং শিকদার মল্লিক ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রব।

সমাবেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×