নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল তুরস্ক
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৩:২৫ পিএম, ২৫ অক্টোবর ২০২৫
ন্যাটোর একমাত্র মুসলিম সদস্য রাষ্ট্র তুরস্ক তার প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করেছে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার মাধ্যমে। দেশটির রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা রকেটসান শুক্রবার এই পরীক্ষা সম্পন্ন করেছে, যা শনিবার আনাদোলু এজেন্সি জানায়।
তুরস্কের প্রতিরক্ষা শিল্প দপ্তরের প্রধান হালুক গোরগুন সামাজিক মাধ্যমে লিখেছেন, “নিঃশব্দ প্রস্তুতি, এক মুহূর্তের ঝলক… তারপর আকাশে এক স্বাক্ষর। এক সুন্দর দিন, আরেকটি সফল পরীক্ষা। দৃঢ় পদক্ষেপে আমরা আমাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াচ্ছি, বাড়াচ্ছি আঘাতের নির্ভুলতা। রকেটসান ও এর সঙ্গে যুক্ত সবার প্রতি অভিনন্দন।”
এটি তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের একটি নতুন মাইলফলক, যা কয়েকটি সফল পরীক্ষার ধারাবাহিকতায় এসেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশটি ‘টাইফুন’ স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফলতা অর্জন করেছিল। পরবর্তীতে, একই বছরের জুলাই মাসে রকেটসানের প্রধান মুরাত ইকিনচি জানান, টাইফুনের উন্নত সংস্করণ ‘ব্লক-৪’ শিগগিরই পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য প্রস্তুত হবে।
যদিও শুক্রবারের পরীক্ষিত ক্ষেপণাস্ত্রটির নাম এখনও প্রকাশ করা হয়নি, প্রতিরক্ষা বিশ্লেষকেরা মনে করছেন এটি সম্ভবত টাইফুন সিরিজের উন্নত সংস্করণ, যা দীর্ঘ দূরত্বে আরও নির্ভুল আঘাত করার সক্ষমতা রাখে।
গোরগুনের মতে, তুরস্কের প্রতিরক্ষা শিল্প এখন ‘প্রযুক্তিগত আত্মনির্ভরতার নতুন স্তরে’ পৌঁছেছে। এর পাশাপাশি, দেশটি ড্রোন প্রযুক্তিতে ইতিমধ্যেই বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। রকেটসানের মাধ্যমে এখন আঙ্কারা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ক্ষেত্রেও নিজের প্রভাব বিস্তারের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।