শিক্ষা খাতে চীন ও পাকিস্তানের সমঝোতা চুক্তি স্বাক্ষর


শিক্ষা খাতে চীন ও পাকিস্তানের সমঝোতা চুক্তি স্বাক্ষর

শিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার উদ্দেশ্যে চীন ও পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনোমিকস (পাইডি) এবং চীনের শিনজিয়াং বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই চুক্তি হয়।

উরুমচি শহরের শিনজিয়াং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাইডির পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন উপাচার্য ড. মুহাম্মদ নাদিম জাভেদ।

এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সমঝোতার মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয় একাডেমিক ও গবেষণার ক্ষেত্রে নিজেদের সহযোগিতা বৃদ্ধি করবে। আলোচনায় যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় এবং দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) সংক্রান্ত প্রকল্পগুলোর সঙ্গে সম্পর্কিত সহযোগিতাকেও কেন্দ্রীয় স্থান দেওয়া হয়েছে।

ড. মুহাম্মদ নাদিম জাভেদ এই চুক্তিকে দুই দেশের শিক্ষা ও গবেষণায় সম্পর্ক আরও মজবুত করার জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×