ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:২৪ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মশিউর রহমান।
তিনি জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে ২০৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় এই গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়।