রাঙামাটির ঝুলন্ত সেতু ভেসে উঠল প্রায় ৩ মাস পর
- রাঙ্গামাটি প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:৩২ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

প্রায় ৩ মাস পানিতে ডুবে থাকার পর ভেসে উঠল 'সিম্বল অব রাঙামাটি' খ্যাত রাঙামাটির পর্যটন কেন্দ্র ঝুলন্ত সেতু। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পর্যটন ঝুলন্ত সেতুর পাটাতনের ওপর থেকে সম্পূর্ণ পানি নেমে গেছে। যদিও সেতুর পানি নামলেও এখনো পাটাতনের তলায় ছুঁই ছুঁই করছে কাপ্তাই হ্রদের পানি।
বৃহস্পতিবার সকালে সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, ঝুলন্ত সেতুর পাটাতনের ওপর থেকে সম্পূর্ণ পানি নেমে গিয়েছে। ইতোমধ্যে শুরু হয়েছে সংস্কার কাজ। পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে রঙ করা হবে সেতুর বিভিন্ন স্থানে। তবে এবার সেতুতে প্রবেশের টিকেটের মূল্য বাড়ানোর চিন্তা করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। ২০ টাকা থেকে ৩০ টাকায় টিকেট বিক্রির পরিকল্পনা করছে সংস্থাটি।
এর আগে, গত ৩০ জুলাই থেকে কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে হ্রদের পানিতে ডুবে যায় পর্যটন ঝুলন্ত সেতুটি। দীর্ঘ ২ মাস ২৫ দিন পর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঝুলন্ত সেতুটি ভেসে উঠল। এর আগে বছরে দুই একবার সেতুটি পানিতে নিমজ্জিত থাকলেও এবারই টানা প্রায় ৩ মাসের মতো হ্রদের পানিতে নিমজ্জিত ছিল।