আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স


আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী মাসে যুক্তরাষ্ট্রে তিন দিনের সফরে যাচ্ছেন। এ সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সৌদি সরকারের এক সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানায়, আগামী ১৭ নভেম্বর ক্রাউন প্রিন্স যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। পরদিন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ক আলোচনায় অংশ নেবেন।

উল্লেখ্য, ২০১৮ সালে তুরস্কে সৌদি দূতাবাসে সাংবাদিক ও ওয়াশিংটন পোস্ট–এর কলামিস্ট জামাল খাসোগিকে হত্যা করা হয়। ধারণা করা হয়, এ হত্যাকাণ্ড প্রিন্স সালমানের নির্দেশে ঘটানো হয়। ওই ঘটনার পর থেকে তিনি আর যুক্তরাষ্ট্রে যাননি।

২০২১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে বলা হয়, জামাল খাসোগি হত্যার পরিকল্পনায় প্রিন্স সালমান নিজে অনুমোদন দিয়েছিলেন। যদিও সৌদি সরকার ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে।

কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের এ সফরের সময় যুক্তরাষ্ট্র ও সৌদির মধ্যে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্র কাতারের সঙ্গে অনুরূপ এক নিরাপত্তা চুক্তি করেছে, যেখানে বলা হয়েছে, কাতারের ওপর কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র তাদের সহায়তায় এগিয়ে যাবে। সৌদির সঙ্গেও এমন একটি চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরুর আগে ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপন প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল। তবে যুদ্ধের পর সৌদি জানায়, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।

সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মুসলিম দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের আব্রাহাম চুক্তির পরিধি আরও বাড়বে। অনেকেই মনে করছেন, ট্রাম্পের উদ্যোগে সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

সূত্র: দ্য নিউ আরব

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×