২০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে মাদ্রাসাছাত্রকে গলাটিপে হত্যা


২০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে মাদ্রাসাছাত্রকে গলাটিপে হত্যা

ফরিদপুরে মাত্র ২০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্র আমির হামজাকে শ্বাসরোধে হত্যা করেছে একই মাদ্রাসার আরেক কিশোর। নিহতের মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল আমির হামজা। মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চর চান্দড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান।

বুধবার রাতে আলফাডাঙ্গা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিহত হামজা আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা গ্রামের সায়েম উদ্দিন বিশ্বাসের ছেলে। সে গোপালপুর ইউনিয়নের চান্দড়া নূরানি তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ছিল।

এএসপি আজম খান জানান, নিখোঁজের ঘটনায় রোববার হামজার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শনিবার বিকেলে স্থানীয়রা হামজাকে একই মাদ্রাসার ১৬ বছর বয়সী এক ছাত্রের সাইকেলে উঠতে দেখেছিলেন। পরে পুলিশ ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করলে সে কাঁদতে কাঁদতে হত্যার কথা স্বীকার করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যাকারী কিশোর নিয়মিত হামজার কাছ থেকে টাকা ধার করত। সম্প্রতি ৫০ টাকা ধার নিয়ে ৩০ টাকা ফেরত দেয় সে। বাকি ২০ টাকার জন্য হামজা টাকা চাইতে গেলে তাদের মধ্যে তর্ক হয়। ক্ষোভে ওই কিশোর হামজার গলা চেপে ধরে হত্যা করে এবং মরদেহটি বস্তায় ভরে পাশের পুকুরে ফেলে দেয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×