জেনেভা ক্যাম্পে দু’পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত ১


জেনেভা ক্যাম্পে দু’পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত ১

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে তার পরিবার ও হাসপাতাল সূত্র।

স্থানীয়রা জানান, নিহত জাহিদ জেনেভা ক্যাম্পের স্থায়ী বাসিন্দা। তিনি সাত ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট এবং রাজধানীর কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন।

জাহিদের ভগ্নিপতি রবিন হোসেন বলেন, “ভোরে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। সে সময়ে জাহিদ বাসা থেকে বাইরে বের হন। একটু সামনের দিকে এগিয়ে যান। তখন একটি ককটেল এসে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।”

রবিন আরও জানান, আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় ট্রমা সেন্টারে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসকরা জাহিদকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×