জাপানে ভালুকের আক্রমণে রেকর্ড ৯ জন নিহত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:৫৯ পিএম, ২২ অক্টোবর ২০২৫

জাপানের বিভিন্ন এলাকায় চলতি বছর ভালুকের আক্রমণে ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা আগের বছরের তুলনায় সর্বাধিক। বিশেষ করে বয়স্ক মানুষের সংখ্যা বেশি এবং জনসংখ্যা কমে যাওয়া অঞ্চলে এই ধরনের ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দেশটির নতুন পরিবেশমন্ত্রী ভালুকের আক্রমণ প্রতিরোধে কড়া পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এ ঘটনা ‘একটি বড় এবং গুরুতর সমস্যা’ হিসেবে অভিহিত করেন।
মন্ত্রী বলেন, "আমরা সরকারি শিকারীদের সুরক্ষা ও প্রশিক্ষণ দেব। ভালুকের সংখ্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন পদক্ষেপ আরও জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
এ বছর নিহতের মধ্যে সর্বশেষ ব্যক্তি ৭০ বছর বয়সী একজন, যিনি মাশরুম তুলতে গিয়ে ভালুকের আক্রমণের শিকার হন।
ভালুক শুধু মানুষকেই আক্রমণ করেনি, পর্যটক, দোকান ও স্কুল-পার্কের কাছেও দেখা গেছে তাদের উপস্থিতি। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে এই ধরনের ঘটনা বেশি ঘটছে।
জাপানে দুই ধরনের ভালুক পাওয়া যায়: এশিয়ান কালো ভালুক এবং বড় বাদামী ভালুক। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার ভালুককে গুলি করে হত্যা করা হয়, তবে সংখ্যা বৃদ্ধি এবং মানুষের বসবাসের এলাকায় মিলিত হওয়ার কারণে এই আক্রমণের ঘটনা বাড়ছে।