খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে প্রিয়জনের মরদেহ খুঁজছেন ফিলিস্তিনিরা


খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে প্রিয়জনের মরদেহ খুঁজছেন ফিলিস্তিনিরা

দখলদার ইসরায়েলের নৃশংস হামলায় গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে হাজারো ফিলিস্তিনির নিথর দেহ। দুই সপ্তাহ আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সাধারণ মানুষ খালি হাতে কিংবা হাতে চালিত যন্ত্র ব্যবহার করে এসব ধ্বংসস্তূপ সরিয়ে প্রিয় স্বজনদের মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বুধবার (২২ অক্টোবর) গাজা সিটি থেকে আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, যুদ্ধবিরতি শুরুর পর থেকেই মানুষ নিজ নিজ এলাকায় ফিরে এসে খালি হাতে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন।

তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারিতে আরেকটি যুদ্ধবিরতি হলেও তখন বহু মানুষ নিজেদের বাড়িতে ফিরতে পারেননি এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রেই ছিলেন। তবে সর্বশেষ যুদ্ধবিরতির পর তারা প্রথমবারের মতো ঘরে ফেরার সুযোগ পেয়েছেন এবং নিজের চোখে দেখছেন পাড়া-মহল্লার ভয়াবহ ধ্বংসযজ্ঞ।

হানি মাহমুদের মতে, যুদ্ধের আগে গাজার দক্ষিণ-পূর্বাঞ্চলের তেল এল-হাওয়া ছিল একটি সুন্দর ও সুরক্ষিত আবাসিক এলাকা। কিন্তু ইসরায়েলি সেনাদের হামলায় পুরো অঞ্চলটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে; প্রায় সব বাড়িঘরই ধসে গেছে।

দুই সপ্তাহ ধরে যুদ্ধবিরতি চললেও তা এখনো অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। গত সপ্তাহেই ইসরায়েলি বাহিনীর ব্যাপক বোমাবর্ষণে একদিনে ৪৫ জন ফিলিস্তিনি নিহত হন। মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে ইসরায়েল আবারও যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। তবুও প্রতিদিন কোথাও না কোথাও হামলার ঘটনা ঘটছে।

সূত্র: আল জাজিরা

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×