গাজায় তুরস্কের সেনা মোতায়েন নিয়ে ইসরায়েলের আপত্তি
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৭:৪৯ পিএম, ২২ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেবে তুর্কি সেনা মোতায়েন করা হবে না বলে জানিয়েছে ইসরায়েল। তারা এই বিষয়ে আপত্তি জানিয়েছে।
বুধবার (২২ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর এ তথ্য প্রকাশ করেছে। এর আগে গাজায় তুরস্কের সেনা মোতায়েন নিয়ে ইসরায়েল ও মিসরের মধ্যে মতানৈক্য তৈরি হওয়ার খবর আসে। যদিও নেতানিয়াহু এই দাবি অস্বীকার করেছেন।
গতকাল মিসরের প্রভাবশালী গোয়েন্দা প্রধান হাসান রাসাদ এবং নেতানিয়াহুর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর জানা গেছে, তুরস্কের সেনা মোতায়েন নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।
নেতানিয়াহুর দপ্তর সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, “মিসরের গোয়েন্দা প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো বিরোধ নেই। গাজায় তুরস্কের কোনো সংশ্লিষ্টতা থাকবে না।”
এক ফিলিস্তিনি সূত্রের বরাতে স্কাই নিউজ আরাবিয়া জানিয়েছে, গাজায় নিরাপত্তারক্ষী হিসেবে তুরস্কের অংশগ্রহণ নেতানিয়াহু প্রত্যাখ্যান করেছেন। এমনকি মিসর ও জর্ডানের দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা বাহিনীও গাজায় পাঠানোর ক্ষেত্রে তিনি ভেটো দিয়েছেন।
এছাড়া, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করার আগে হামাসকে নিরস্ত্র করতে এবং গাজার নিয়ন্ত্রণ থেকে সরিয়ে দিতে বলেছেন নেতানিয়াহু। এরপর গাজার স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
সূত্র: টাইমস অব ইসরায়েল