গাজার দক্ষিণে ইসরায়েলি বিমান হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৪:২২ পিএম, ১৯ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার (১৯ অক্টোবর) গাজার দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে অন্তত দুই দফা হামলার ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
যদিও ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা অভিযোগ করেছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, হামাসের যোদ্ধারা স্নাইপার ও রকেটচালিত গ্রেনেড ব্যবহার করে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে প্রত্যক্ষদর্শী দুই ফিলিস্তিনি জানিয়েছেন, দক্ষিণ রাফাহ শহরের ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় সংঘর্ষের পর বিমান থেকে দুটি হামলা করা হয়েছে। একইসঙ্গে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এসব ঘটনা ইয়েলো লাইনের পূর্ব দিকে সংঘটিত হয়েছে এবং এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, রাফাহসহ দক্ষিণ গাজার বিভিন্ন স্থানে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। টেলিভিশন চ্যানেল ১২ জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই পরিস্থিতি নিয়ে ফোনালাপে রয়েছেন।
গাজার রাফাহ এলাকায় হামাস ও ইসরায়েলি সৈন্যদের মধ্যে সংঘর্ষ চলছে এবং এক বিস্ফোরক ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হয়েছে। এতে ক্ষয়ক্ষতি এবং কিছু ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন বলে আল জাজিরা জানিয়েছে।
উল্লেখ্য, গাজায় যুদ্ধ চলাকালীন ইসরায়েলি সৈন্যদের সঙ্গে কাজ করা একটি মিলিশিয়া গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হামাস অভিযান চালাতে চাইছে। স্থানীয় ফিলিস্তিনিরা এদেরকে অত্যন্ত ঘৃণিত মনে করছে। হামাস এই মিলিশিয়ার সদস্যদের আটক করতে ওই এলাকা ঘিরে অভিযান পরিচালনার পরিকল্পনা করছে, যদিও বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয়।
সূত্র: এএফপি, আল জাজিরা