প্যারিসের লুভর জাদুঘরে ডাকাতি, একদিনের জন্য বন্ধ ঘোষণা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৩:৫৫ পিএম, ১৯ অক্টোবর ২০২৫

ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্ববিখ্যাত লুভর জাদুঘরে সংঘটিত হয়েছে এক অভূতপূর্ব ডাকাতি। রোববার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকালে এই ঘটনা ঘটে বলে লাইভ প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রশিদা দাতি এক্স-এ দেওয়া এক পোস্টে জানান, ঘটনাটির পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাদুঘরটি একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। তিনি লেখেন, “ব্যতিক্রমী কারণে আজ লুভর বন্ধ থাকবে।” পরবর্তীতে মন্ত্রী নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জানান, পুলিশ ইতোমধ্যে বিস্তারিত তদন্ত শুরু করেছে।
তবে ঠিক কী কী মূল্যবান জিনিসপত্র জাদুঘর থেকে চুরি গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরাসি কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডাকাতরা সম্ভবত গয়না চুরি করেছে।
উল্লেখযোগ্য যে, লুভর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জাদুঘরগুলোর একটি। এখানে মোনালিসাসহ অগণিত ঐতিহাসিক ও অমূল্য শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে, যা প্রতি বছর লক্ষাধিক দর্শনার্থীকে আকর্ষণ করে।