ইন্দোনেশিয়ায় বয়সে ৫০ বছরের ছোট যুবতীকে বিয়ে করলেন বৃদ্ধ, দেনমোহর ৩ বিলিয়ন
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:০৯ পিএম, ১৯ অক্টোবর ২০২৫

ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় এক চমকপ্রদ বিয়ের ঘটনায় দেশজুড়ে আলোড়ন উঠেছে। ১ অক্টোবর, পাসিতান রিজেন্সিতে ৭৪ বছর বয়সী তরমান বিয়ে করেন ২৪ বছর বয়সী শেলা আরিকাকে। বয়সের বিশাল পার্থক্য এবং চোখ ধাঁধানো দেনমোহরের অঙ্ক এই বিয়েকে নিয়ে এসেছে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এই আয়োজনে নববধূকে তরমান দেন তিন বিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়াহ দেনমোহর, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি ২২ লাখ টাকার সমান। যদিও প্রাথমিকভাবে ঘোষণা ছিল এক বিলিয়ন রুপিয়াহ, অনুষ্ঠানে সেটি তিন গুণ বাড়ানো হয়।
তবে বিয়ের আনন্দঘন মুহূর্ত পেরোতেই শুরু হয় বিতর্ক। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বিয়ের ছবি এবং ভিডিও ধারণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান অভিযোগ করেছে, নবদম্পতি তাদের সম্মানী পরিশোধ না করেই যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন। এ অভিযোগের ভিত্তিতে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।
বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বিতরণ করা হয় এক লাখ রুপিয়াহ করে নগদ অর্থ, যা এই বিয়ের ব্যতিক্রমী চরিত্রকে আরও স্পষ্ট করে তোলে।
বিয়ের পর অনলাইনে গুজব ছড়াতে থাকে যে, তরমান নাকি কনের পরিবারের একটি মোটরসাইকেলে করে স্থান ত্যাগ করেছেন। এমনকি অনেকে দেনমোহরের তিন বিলিয়ন রুপিয়াহর চেকটি নিয়েও প্রশ্ন তোলেন।
বিভিন্ন জল্পনা-কল্পনার মুখে তরমান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দেনমোহরটি ছিল বৈধ এবং এটি ইন্দোনেশিয়ার ব্যাংক সেন্ট্রাল এশিয়া কর্তৃক অনুমোদিত। তিনি বলেন, "আমি আমার স্ত্রীকে ছেড়ে যাইনি। আমরা এখনও একসঙ্গে আছি।"
শেলার পরিবারের পক্ষ থেকেও জানানো হয়, তারা পালিয়ে যাননি, বরং বিয়ের পরপরই নবদম্পতি মধুচন্দ্রিমায় গিয়েছেন।
তবে, ফটোগ্রাফি প্রতিষ্ঠানের অভিযোগে শুরু হওয়া তদন্তের ফলে এই বিয়ের রেশ এখনো থামেনি।
‘জার্নাল অব ফ্যামিলি ইস্যুজ’-এর তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কমার প্রবণতা দেখা গেলেও, তরমান ও শেলার এই ৫০ বছরের ব্যবধান দেশের সামাজিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট