জেলে নৌকায় হামলার পর ট্রাম্পের কাছে ব্যাখ্যা চাইলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট


জেলে নৌকায় হামলার পর ট্রাম্পের কাছে ব্যাখ্যা চাইলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

মার্কিন সেনাবাহিনী কলম্বিয়ার জলসীমায় একটি মাছ ধরার নৌকায় হামলা চালানোর পর এ নিয়ে ব্যাখ্যা চেয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি অভিযোগ করেছেন, এই ঘটনায় তার দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে এবং একজন নিরপরাধ জেলের মৃত্যু ঘটেছে।

রোববার, ১৯ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পেত্রো লেখেন, "মার্কিন সরকারের প্রতিনিধিরা আমাদের আঞ্চলিক জলসীমায় হত্যা করেছে এবং আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।"

তিনি স্পষ্ট করেন যে নিহত ব্যক্তি, আলেজান্দ্রো কারাঞ্জা, কোনো ধরনের মাদকপাচারের সঙ্গে যুক্ত ছিলেন না। তার মূল পেশা ছিল মাছ ধরা। পেত্রোর ভাষ্য অনুযায়ী, "জেলে আলেজান্দ্রো কারাঞ্জার মাদক পাচারের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। তার দৈনন্দিন কাজ ছিল মাছ ধরা।"

তিনি আরও জানান, নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সেটি ভেসে যাচ্ছিল এবং বিপদ সংকেতও কাজ করছিল না। তার দাবি, মার্কিন পক্ষের এমন আচরণ অগ্রহণযোগ্য, এবং তিনি স্পষ্ট ব্যাখ্যার প্রত্যাশা করছেন। "কলম্বিয়ান নৌকাটি ভেসে ছিল এবং ইঞ্জিন বিকল হওয়ার কারণে এর বিপদ সংকেত বন্ধ ছিল। আমরা মার্কিন সরকারের কাছ থেকে ব্যাখ্যার অপেক্ষায় আছি," বলেন তিনি।

এই ঘটনার পরপরই কলম্বিয়ার প্রেসিডেন্ট দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তরে একটি আবেদন জানিয়েছেন যাতে নিহত জেলের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং এই ঘটনার আন্তর্জাতিক বিচার প্রক্রিয়া বিবেচনায় নেওয়া হয়।

এর আগে শনিবার, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, মার্কিন বাহিনী একটি বড় মাদকবাহী নৌকা ধ্বংস করেছে যা যুক্তরাষ্ট্র অভিমুখে আসছিল। কিন্তু কলম্বিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে ঘটেছে এবং এতে একটি নিরীহ জীবন হারিয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×