চীনের জাতীয় সময় কেন্দ্রে সাইবার হামলার অভিযোগ, যুক্তরাষ্ট্রকে দুষছে বেইজিং


চীনের জাতীয় সময় কেন্দ্রে সাইবার হামলার অভিযোগ, যুক্তরাষ্ট্রকে দুষছে বেইজিং

চীনের জাতীয় সময় পরিষেবা কেন্দ্র সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে। এই ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার জড়িত থাকার অভিযোগ তুলেছে বেইজিং, যা দুই পরাশক্তির মধ্যে সাইবার নিরাপত্তা নিয়ে চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

রোববার, ১৯ অক্টোবর চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের সাইবার হস্তক্ষেপ দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। মন্ত্রণালয়ের ভাষায়, “এই হামলা যোগাযোগ, আর্থিক খাত ও বিদ্যুৎ সরবরাহের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে মারাত্মকভাবে বিঘ্নিত করতে পারে।”

চীনা কর্তৃপক্ষের দাবি, ২০২২ সালে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা একটি বিদেশি মোবাইল ফোন কোম্পানির মেসেজিং অ্যাপে থাকা নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে সময় কেন্দ্রের কর্মীদের ডিভাইস থেকে গোপন তথ্য হাতিয়ে নেয়।

মন্ত্রণালয় আরও জানায়, এই হামলার সময় সময় পরিষেবা কেন্দ্রের অভ্যন্তরীণ নেটওয়ার্ককে লক্ষ্য করে ৪২ ধরনের বিশেষ সাইবার অস্ত্র ব্যবহৃত হয়েছিল, যা মার্কিন সংস্থাটির পরিচালিত একটি সুপরিকল্পিত সাইবার অভিযানের অংশ।

অন্যদিকে, সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা দেশগুলো বারবার অভিযোগ করে আসছে, চীনের পৃষ্ঠপোষকতায় কাজ করা হ্যাকাররা বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং কর্পোরেট প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলা চালিয়ে আসছে।

তবে বেইজিং এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, “যুক্তরাষ্ট্র বরাবরের মতো নিজের কর্মকাণ্ড ঢাকতে অন্যদের দোষারোপ করছে। তারা নিজেরাই এসব সাইবার কার্যক্রম চালায়, অথচ প্রতিবারই ‘চীনা সাইবার হুমকি’ বলে প্রচারণা চালায়।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×