আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা, প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন মুনির


আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা, প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন মুনির

আফগানিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বুধবার (১৫ অক্টোবর) প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত বৈঠকে অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা হুমকি নিয়ে আলোচনা করা হয়।

এদিন সকালেও বেলুচিস্তান সীমান্তে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগান তালেবানদের অন্তত ১৫ থেকে ২০ জন যোদ্ধাকে হত্যা করেছে।

প্রেসিডেন্টের সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিল্ড মার্শাল মুনির রাষ্ট্রপতিকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং আফগান তালেবান সরকারের আক্রমণাত্মক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর কার্যক্রম সম্পর্কে অবহিত করেছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, “তিনি রাষ্ট্রপতিকে জানিয়েছেন যে, পাকিস্তান যে কোনো মূল্যে তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×