প্রথমবার মস্কোয় সিরিয়ার প্রেসিডেন্ট, ফেরত চাইবেন বাশার আল আসাদকে


প্রথমবার মস্কোয় সিরিয়ার প্রেসিডেন্ট, ফেরত চাইবেন বাশার আল আসাদকে

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বুধবার (১৫ অক্টোবর) প্রথমবারের মতো রাশিয়া সফরে যাচ্ছেন। সফরকালে তিনি মস্কোকে অনুরোধ জানাবেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সিরিয়ার কাছে হস্তান্তর করতে।

রুশ সংবাদ সংস্থা তাস-এর প্রতিবেদনে বলা হয়, গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, শারা তাঁর সফরে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলবেন।

উল্লেখ্য, বাশার আল আসাদ দীর্ঘ সময় সিরিয়ার ক্ষমতায় ছিলেন। তবে গত ডিসেম্বরে এক বিদ্রোহে তিনি ক্ষমতাচ্যুত হন এবং পরে আশ্রয় নেন রাশিয়ার রাজধানী মস্কোতে।

সিরীয় ওই কর্মকর্তা বলেন, “শারা রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধে অভিযুক্ত ও রাশিয়ায় অবস্থানরত সব ব্যক্তিকে—বিশেষ করে বাশার আল আসাদকে—সিরিয়ার কাছে হস্তান্তরের অনুরোধ জানাবেন।”

অন্যদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, শারা “দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে” রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কোয় পৌঁছেছেন।

ক্রেমলিন সূত্রে জানা গেছে, আলোচনায় সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটিগুলোর ভবিষ্যৎ নিয়েও কথা হবে। বর্তমানে দেশটিতে রাশিয়ার দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে—একটি লাতাকিয়া প্রদেশের হামেইমিম বিমান ঘাঁটি, অন্যটি উপকূলীয় শহর তারতুসের নৌঘাঁটি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×