এক মাস পর শুরু নেতানিয়াহুর দুর্নীতি মামলার বিচার


এক মাস পর শুরু নেতানিয়াহুর দুর্নীতি মামলার বিচার

এক মাসের বিরতির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার পুনরায় শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) তিনি তেল আবিব জেলা আদালতে দুর্নীতি মামলার সাক্ষ্য দিতে হাজির হন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিচার পূর্বে স্থগিত করা হয়েছিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে নিউইয়র্কে তাঁর ভ্রমণ এবং ইহুদি ধর্মীয় উৎসবের কারণে।

গত সোমবার ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগকে নেতানিয়াহুকে দুর্নীতির মামলায় ক্ষমা করার জন্য অনুরোধ করেছিলেন।

ইসরায়েলি আইন অনুযায়ী, প্রেসিডেন্টের কাছে অপরাধীদের ক্ষমা বা সাজা কমানোর ক্ষমতা রয়েছে, যা প্রয়োজনীয় তথ্য এবং বিচার বা প্রতিরক্ষা মন্ত্রীর মতামতের ভিত্তিতে প্রয়োগ করা হয়।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে নেতানিয়াহুকে তিনটি মামলার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার নৃশংসতার কারণে ২০২৪ সালের নভেম্বর মাসে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় প্রায় ৬৮ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই ঘটনায় নেতানিয়াহু যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মামলায়ও মুখোমুখি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×