এখনো ইসরায়েলের হাতে বন্দী ফিলিস্তিনের ১১৫ জন চিকিৎসাকর্মী
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৩০ পিএম, ১৫ অক্টোবর ২০২৫

ইসরায়েলের গণহত্যা অভিযানের সময় গাজা উপত্যকায় আটক প্রায় ১১৫ জন ফিলিস্তিনি চিকিৎসাকর্মী এখনও বন্দী রাখা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) মানবাধিকার সংস্থা হেলথকেয়ার ওয়ার্কার্স ওয়াচের তথ্য অনুযায়ী এই খবর প্রকাশ করেছে অ্যাসোসিয়েটেড প্রেস।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরের শেষের দিকে গ্রেপ্তার হওয়া কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া সাম্প্রতিক মুক্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
এর আগে, মার্কিন সমর্থিত গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েলি কর্তৃপক্ষ ২৫০ জন ফিলিস্তিনি বন্দী মুক্তি দেওয়ার ঘোষণা করেছিল। এ মুক্তি ২০ জন ইসরায়েলি বন্দীকে ফেরানোর বিনিময়ে দেওয়া হচ্ছে।
এছাড়া, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর আটক করা ১ হাজার ৭০০-এরও বেশি নিরপরাধ নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৫৫ জন চিকিৎসাকর্মী রয়েছেন।
তবে মানবাধিকার সংস্থা জানিয়েছে, গাজায় এখনো ১১৫ জন চিকিৎসক, নার্স ও অন্যান্য হাসপাতালের কর্মী কারারুদ্ধ রয়েছেন।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক এনজিও এই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আটককে কঠোরভাবে নিন্দা জানিয়েছে।