রাজস্ব আদায় নিয়ে শঙ্কা

কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ করে দিয়েছে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা


কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ করে দিয়েছে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা

মাছ ধরার সময় বৃদ্ধির দাবিতে কাপ্তাই হ্রদ থেকে মাছ ধরা বন্ধ করে দিয়েছে জেলে ও ব্যবসায়ীরা।  এতে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) রাজস্ব আদায় বন্ধ হয়ে গেছে। আজ সন্ধ্যা থেকে এই মাছ ধরা বন্ধ করা হয়েছে। 

ব্যবসায়ীদের দাবি গত দুই বছর ধরে মাছ ধরে তা অবতরণ ঘাটে অবতরণ করার জন্য স্বল্প সময়় নির্ধারন করে দেয়া হয়। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিভিন্ন দূর দুরান্ত থেকে মাছের বোট ঘাটে বিএফডিসির ঘাটে আসতে কিছুটা দেরী করলে সেই মাছের রাজস্ব গ্রহণ করে না বিএফডিসি। এতে মাছের গুনগত মান নস্ট ও পঁচে যায় এতে ব্যপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। একইসাথে জেলেরাও মাছের দাম পায় না। 

ব্যবসায়ীরা আরো দাবি করেন সকাল ৮ টা থেকে বিকাল ৪টা এবং রাত ৮ টা থেকে রাত ১ টা পর্যন্ত মৎস্য অবতরন ঘাট খোলা রেখে মাছ ধরার সময় বৃদ্ধি করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাছ বন্ধ রাখার ঘোষনাও দেন তারা। 

উল্লেখ্য কাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরন করে তা বিএফডিসির অবতরণ ঘাটে সরকারি রাজস্ব দিয়ে দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হয়। হ্রদের উপর নির্ভর করে ২৬ হাজার জেলে, ৫শ ব্যবসায়ী ও ৫ হাজার শ্রমিক।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×