যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলবে: দক্ষিণ আফ্রিকা


যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলবে: দক্ষিণ আফ্রিকা

গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতি হলেও আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, মার্কিন সমর্থিত শান্তি চুক্তি সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে মামলাটি চালিয়ে যাওয়ার সংকল্পে দৃঢ়।

তিনি বলেন, “যে শান্তিচুক্তি হয়েছে, সেটি স্বাগত জানাই। তবে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলার ওপর এর কোনো প্রভাব পড়বে না।”

রামাফোসা আরও উল্লেখ করেন, “মামলাটি এখনও চলমান। আমাদের লক্ষ্য এটি এমন পর্যায়ে নিয়ে যাওয়া, যেখানে ইসরায়েল আদালতে আমাদের আবেদনটির জবাব দেবে। তাদের এটি আগামী বছরের জানুয়ারির মধ্যে করতে হবে।”

২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করে। ২০২৪ সালের অক্টোবরে ৫০০ পৃষ্ঠার বিস্তারিত তথ্য আদালতে জমা দেয়।

মামলায় ইসরায়েলের পাল্টা যুক্তি জমা দেওয়ার সময় নির্ধারিত হয়েছে ২০২৬ সালের ১২ জানুয়ারি। মৌখিক শুনানি অনুষ্ঠিত হবে ২০২৭ সালে, এবং চূড়ান্ত রায় আশা করা হচ্ছে ২০২৭ সালের শেষের দিকে বা ২০২৮ সালের প্রথম দিকে।

আইসিজে ইতিমধ্যে তিনটি অস্থায়ী ব্যবস্থা জারি করেছে, যেখানে ইসরায়েলকে গণহত্যা বন্ধ করতে এবং গাজায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিতে বলা হয়েছে। তবে ইসরায়েল মূলত তা মানেনি।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×