একটি দল রাজনীতির নামে ধর্মকে ব্যবহার করছে: সেলিনা রহমান


একটি দল রাজনীতির নামে ধর্মকে ব্যবহার করছে: সেলিনা রহমান

রাজনীতি ও ধর্মকে একীভূত করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেওয়া ও তা বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) যশোরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে আয়োজিত নারী অংশীজন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় যশোর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা জেলার সাবেক ও বর্তমান নারী জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেগম সেলিমা রহমান বলেন, “বিএনপি একটি নারীবান্ধব রাজনৈতিক দল। এই দল সব সময় দেশের নারী সমাজের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে এসেছে। যে কারণে নারীরা বিএনপির ওপর আস্থা রাখে। অতীতে যখন অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে, তখন নারী সমাজ বিএনপিকে সমর্থন দিয়েছে।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের পথ অনুসরণ করে তারেক রহমানও নারী সমাজের অগ্রযাত্রায় কাজ করতে চান। রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা তিনি দিয়েছেন, সেটি প্রান্তিক পর্যায়ের নারীদের কাছে পৌঁছে দিতে হবে।”

দেশের নারী সমাজের সংগ্রামী ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “আমরা নারী-পুরুষ সবাই বাংলাদেশি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নারী সমাজ সব সময় সংগ্রাম করেছে। পুরুষের পাশাপাশি নারীরও অবদান আছে বলেই আজও বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে। ফ্যাসিস্ট শাসনের গত ১৭ বছরে বহু নারী তাঁর স্বামী ও সন্তান হারিয়েছেন। অনেক নারী মিথ্যা মামলায় ভুগেছেন। তবুও নারী সমাজ লড়াই চালিয়ে যাচ্ছে।”

আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভা সঞ্চালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×