জগন্নাথ বিদ্যালয়ের ২০ বছর পূর্তি উপলক্ষে বর্ণিল আয়োজন


জগন্নাথ বিদ্যালয়ের ২০ বছর পূর্তি উপলক্ষে বর্ণিল আয়োজন

“ঐক্যবদ্ধ জবিয়ান, স্বপ্নজয়ে অটল প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২২ অক্টোবর উদযাপিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস। গৌরবের দুই দশক পেরিয়ে নতুন অভিযাত্রায় পদার্পণ উপলক্ষে দিনব্যাপী নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে এ দিনটি।

বুধবার (১৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানসূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের সূচনা করা হবে।

এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিটি রায়সাহেব বাজার হয়ে ভিক্টোরিয়া পার্ক ঘুরে আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হবে।

সকাল ১০টা ৩০ মিনিটে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় চারুকলা বিভাগ আয়োজিত চিত্র ও চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করা হবে। একই স্থানে গত বছরের চিত্র প্রদর্শনীর পুরস্কার প্রদান অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।

বেলা ১১টায় বিজ্ঞান ভবনের প্রাঙ্গণে সঙ্গীত বিভাগের উদ্যোগে সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। দুপুর ১টা ১৫ মিনিটে কেন্দ্রীয় জামে মসজিদে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দুপুর ২টা ৩০ মিনিটে নাট্যকলা বিভাগের আয়োজনে শর্টফিল্ম প্রদর্শনী ও নাটক মঞ্চায়ন হবে। এরপর বিকেল ৩টা ৩০ মিনিটে ফিল্ম ও টেলিভিশন বিভাগ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করবে।

বিকেল ৪টা ১৫ মিনিটে বিজ্ঞান ভবনের প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ ও উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনা থাকবে। সবশেষে বিকেল ৫টা থেকে শুরু হবে ব্যান্ড সংগীত ও বহিঃশিল্পীদের অংশগ্রহণে বর্ণিল কনসার্ট।

এদিন বিশ্ববিদ্যালয়ের নানা আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা, কৌতূহল ও আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়েছে। তারা নিজেদের পরিকল্পনা ও অংশগ্রহণের মাধ্যমে দিনটিকে আরও সৌন্দর্যমণ্ডিত ও উৎসবমুখর করে তুলতে ব্যস্ত সময় পার করছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×