নির্বাচন কমিশন ২৯ কর্মকর্তার চাকরি স্থায়ী করল


নির্বাচন কমিশন ২৯ কর্মকর্তার চাকরি স্থায়ী করল

নির্বাচন কমিশন (ইসি) দুই বছর আগে নিয়োগপ্রাপ্ত ২৯ মাঠ কর্মকর্তার চাকরি স্থায়ী করেছে।

বুধবার (১৫ অক্টোবর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার উপ-সচিব ইকবাল হোসেন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসি সচিবালয়ের আওতাধীন ২৯ জন সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করা হলো। এ কর্মকর্তারা সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা পদে ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে যোগদান করেছিলেন। যোগদানের তারিখ থেকেই তাদের চাকরির স্থায়িত্ব কার্যকর করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×