নির্বাচন কমিশন ২৯ কর্মকর্তার চাকরি স্থায়ী করল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:৫৪ পিএম, ১৫ অক্টোবর ২০২৫

নির্বাচন কমিশন (ইসি) দুই বছর আগে নিয়োগপ্রাপ্ত ২৯ মাঠ কর্মকর্তার চাকরি স্থায়ী করেছে।
বুধবার (১৫ অক্টোবর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার উপ-সচিব ইকবাল হোসেন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসি সচিবালয়ের আওতাধীন ২৯ জন সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করা হলো। এ কর্মকর্তারা সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা পদে ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে যোগদান করেছিলেন। যোগদানের তারিখ থেকেই তাদের চাকরির স্থায়িত্ব কার্যকর করা হয়েছে।