ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু


ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

ভারতে চিকিৎসারত অবস্থায় হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী নেতা রাইলা ওদিঙ্গা। বার্তাসংস্থা এপি বুধবার (১৫ অক্টোবর) জানিয়েছে, তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতের কেরালায় অবস্থিত দেভামাতা হাসপাতাল।

৮০ বছর বয়সী ওদিঙ্গাকে আফ্রিকার রাজনীতিতে একটি প্রভাবশালী নেতারূপে বিবেচনা করা হতো। স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি চিকিৎসার উদ্দেশ্যে ভারতের কেরালা রাজ্যে এসেছিলেন, কিন্তু সুস্থ হয়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ আর পাননি।

পুলিশের এক কর্মকর্তা এএফপিকে জানান, সকালে হাঁটাহাঁটির সময় তার বোন, মেয়ে এবং ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে ছিলেন ওদিঙ্গা। তার নিরাপত্তার জন্য ভারত ও কেনিয়ার নিরাপত্তা দলও উপস্থিত ছিল। হঠাৎ করেই তিনি মাটিতে পড়েন এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।

কেরালার এরানকুলামের পুলিশ সুপার কৃষ্ণ এম বলেন, “তাকে একটি বেসরকারি হাসপাতালে দ্রুত নেয়া হয়, কিন্তু সেখানে তিনি মারা যান।”

রাইলা ওদিঙ্গা ১৯৯৭ থেকে ২০২২ সালের মধ্যে পাঁচবার কেনিয়ার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তবে কখনো নির্বাচিত হতে পারেননি।

ভারতের সংবাদমাধ্যম মাতৃভূমি প্রথমে তার মৃত্যুর খবর প্রকাশ করে জানায়, ওদিঙ্গা কেরালার কোচি শহরে চিকিৎসা গ্রহণ করছিলেন।

কেনিয়ার রাজধানীতে প্রভাবশালী এই নেতার মৃত্যু আগামী ২০২৭ সালের নির্বাচনের আগে দেশটির রাজনৈতিক মহলে বড় ধরনের শূন্যতা সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×