নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: প্রধান উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:১৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে পুনরায় নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৫ অক্টোবর) জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘কথার কথায় নয়, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।’
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘আপনাদের দীর্ঘদিনের আলোচনার ফল হলো জুলাই সনদ। অনেক ভেবে-চিন্তে মতামত দিয়ে এটি চূড়ান্ত পর্যায়ে এসেছে। এর মাধ্যমে আপনি ইতিহাসের অংশ হয়ে গেছেন। হয়তো প্রক্রিয়ার মধ্যে থাকার কারণে এখনও এর গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না।’
ড. ইউনূস আরও জানান, ‘জুলাই সনদ’-এর কপি সব রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, এই দলিল সংরক্ষণ ও প্রচারের মাধ্যমে প্রত্যেকে বুঝতে পারবে—কোন কোন বিষয়ে ঐকমত্য হয়েছে। তিনি বলেন, ‘এই দলিলটি সমাজে ছড়িয়ে দিতে হবে, যাতে সবাই বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পায়।’
প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, ‘জুলাই সনদ’-এ অন্তর্ভুক্ত সিদ্ধান্তগুলো দৈনন্দিন জীবন ও রাজনৈতিক চর্চায় বাস্তবায়ন করতে হবে।
এর আগে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা অংশ নেন।
গত মঙ্গলবার, বহু প্রতীক্ষিত ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’-এর চূড়ান্ত অনুলিপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। তবে সনদে উত্থাপিত সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়নি। পরে কমিশন এ বিষয়ে বিস্তারিত সুপারিশ পেশ করবে।
জুলাই মাসে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম গ্রহণ করে। এ উদ্দেশ্যে ছয়টি পৃথক সংস্কার কমিশন গঠিত হয়—সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন। এই কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ‘জুলাই সনদ’ তৈরি করেছে।