জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক সপ্তাহের মধ্যে জকসু নীতিমালা পাসের আশ্বাস
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:২১ পিএম, ১৫ অক্টোবর ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস দিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে জকসু নীতিমালা অনুমোদন হবে।
আজ বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আজ আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছি। বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স, পুলিশের আইজিপি, নির্বাহী কমিশনার, শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা আশা করি, এক সপ্তাহের মধ্যে নীতিমালা পাস হবে। নীতিমালা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে এবং শিগগিরই আমরা তা হাতে পাবো।’
প্রক্টর আরও জানান, ‘বৈঠকে জকসু নির্বাচনের প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা বিষয়ে কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।’
জানা যায়, বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর এখনও পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা জকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে।
এর প্রেক্ষিতে, গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে। এর আগে, ১৭ সেপ্টেম্বর জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হয়। সেই রোডম্যাপ অনুযায়ী, নীতিমালা পাসের পর আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।