চাকসু নির্বাচনে ৪০০ ব্যালটে সই না থাকার অভিযোগ


চাকসু নির্বাচনে ৪০০ ব্যালটে সই না থাকার অভিযোগ

ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে নির্বাচনী প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ঘটেছে বলে অভিযোগ করেছে বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থীরা। তারা জানিয়েছে, কমপক্ষে ৪০০টি ব্যালট বাক্সে নির্বাচন কর্মকর্তার স্বাক্ষর ছিল না।

বৃহস্পতিবার বিকাল ৪টায় প্যানেলের ভিপি প্রার্থী আবির বিন জাবেদ এই বিষয়ে লিখিত অভিযোগ দিয়ে নির্বাচন কমিশনে যান।

তিনি বলেন, “ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে ৩৩৬ নম্বর কক্ষে প্রায় ৪০০টি ব্যালট পেপারে নির্বাচনী কর্মকর্তার স্বাক্ষর ছিল না। এটি নির্বাচনী অনিয়মের আশঙ্কা তৈরি করছে। ব্যালট পেপারে নির্বাচনি কর্মকর্তার স্বাক্ষরের ঘর থাকা সত্ত্বেও একজন ভোটার একাধিক ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।”

এ বিষয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের ৩৩৬ নম্বর কক্ষে দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কাউসার হামিদ জানান, “শুরুতে ব্যালটে স্বাক্ষর করার নির্দেশনা দেওয়া হয়নি। অভিযোগ পাওয়ার পর থেকে ব্যালটে স্বাক্ষর নিশ্চিত করা হচ্ছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×