মক্কায় ওমরাহ পালন করলেন পাকিস্তানি ইসলামিক বক্তা মাওলানা তারিক জামিল


মক্কায় ওমরাহ পালন করলেন পাকিস্তানি ইসলামিক বক্তা মাওলানা তারিক জামিল

পাকিস্তানের প্রখ্যাত ইসলামিক বক্তা ও দায়িত্বশীল মাওলানা তারিক জামিল পবিত্র ওমরাহ পালন করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি কাবা তাওয়াফের ছবি পোস্ট করেছেন, যেখানে কাবার সামনে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন। ছবির সঙ্গে তিনি উর্দু ভাষায় সুরা হজের ৩২ নম্বর আয়াতের অর্থও শেয়ার করেছেন।

সুরা হজের এই আয়াতে আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান জানানোকে অন্তরিক তাকওয়ার প্রকাশ হিসেবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ, আল্লাহর নিদর্শনসমূহের প্রতি শ্রদ্ধা প্রদর্শন অন্তরে আল্লাহভীতি থাকা ব্যক্তিরই সম্ভব। যে ব্যক্তি এই নিদর্শনসমূহের প্রতি অসম্মান দেখায়, তা প্রমাণ করে যে তার হৃদয়ে আল্লাহভীতি নেই।

মাওলানা তারিক জামিল কয়েকদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। মক্কায় ওমরাহ পালনের আগে তিনি মদিনায় মসজিদে নববীতে যান এবং রাসুল (সা.)-এর রওজা জিয়ারত করেন।

মাওলানা তারিক জামিল বিশ্বব্যাপী একজন অত্যন্ত প্রভাবশালী ইসলামী ব্যক্তিত্ব। তিনি ১৯৫৩ সালের ১ অক্টোবর পাকিস্তানের পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। প্রাথমিক পড়াশোনা লাহোরের সেন্ট্রাল মডেল স্কুলে, এরপর সরকারি বিশ্ববিদ্যালয়ের কলেজে শিক্ষাজীবন শুরু করেন। পরে কিং এডওয়ার্ড মেডিক্যাল কলেজে প্রি-মেডিক্যাল শেষ করে এমবিবিএস ভর্তি হন।

তাবলিগ জামাতের প্রেরণায় মেডিক্যাল পড়াশোনা বাদ দিয়ে তিনি রাইবেন্ডের একটি মাদরাসায় ইসলামী শিক্ষা গ্রহণ করেন। এরপর নিজেকে ইসলাম প্রচার, সমাজসেবা এবং শিক্ষা প্রসারে নিয়োজিত করেছেন।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় মাওলানা তারিক জামিল প্রায়ই শীর্ষ ৫০-এ স্থান পান। ২০২০ ও ২০২১ সালে পাকিস্তানের প্রাইড অব পারফরম্যান্স পুরস্কারও লাভ করেন ধর্মীয় ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতিস্বরূপ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×