যুদ্ধবিরতিতে সন্তুষ্ট নয় স্পেন, গাজা গণহত্যায় ইসরায়েলের বিচার চান স্পেনের প্রধানমন্ত্রী
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:১৬ এম, ১৫ অক্টোবর ২০২৫

যুদ্ধবিরতির পরও সন্তুষ্ট নয় স্পেন। গাজায় ইসরায়েলের অভিযানে যে প্রাণহানি ঘটেছে, তাকে গণহত্যা হিসেবে বর্ণনা করে এর জন্য দায়ীদের বিচার দাবি করেছে দেশটি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মতে, শান্তি মানেই ভুলে যাওয়া নয়, আর বিচারহীনতা কখনোই শান্তির পথ হতে পারে না।
রেডিও কাদেনা সের-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সানচেজ বলেন, “শান্তি মানে বিস্মৃতি নয়, শান্তি মানে দায়মুক্তিও নয়।” তিনি আরও বলেন, “গাজায় সংঘটিত যে গণহত্যা হয়েছে, তার জন্য যারা দায়ী, তাদের অবশ্যই আন্তর্জাতিকভাবে জবাবদিহির আওতায় আনা উচিত।”
এই মন্তব্য তিনি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে করা এক প্রশ্নের জবাবে। তবে ইসরায়েল বরাবরই গাজায় গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার পুনর্গঠনের জন্য একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে কোনো সুস্পষ্ট অবস্থান না থাকলেও, ২০ দফার ওই প্রস্তাবে তার ইঙ্গিত পাওয়া গেছে।